নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
প্রায় এক বছর ধরে ক্যানসারে আক্রান্ত বাবা। বাবার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আর্জি জানালেন মেয়েরা। ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতের দেবনাথ পাড়ার বাসিন্দা ইসরাজুল হক। গত এক বছর ধরে ক্যানসারে আক্রান্ত তিনি। বর্তমানে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসার জন্য প্রচুর টাকা ইতিমধ্যে খরচ হয়ে গিয়েছে। ওই পরিবারের একমাত্র উপার্জনকারী হলেন ইসরাজুল হক। তিনি অসুস্থ হওয়ায় আর্থিক অনটনে ভুগছে তাঁর পরিবার। স্ত্রী, তিন মেয়ে সহ মোট পাঁচ জনের পরিবার তাদের।
জানা গিয়েছে, দুঃস্থ ওই পরিবারটির একমাত্র উপার্জনকারী ইসরাজুল অসুস্থ হয়ে পড়ায় দিশেহারা হয়ে পড়েছে গোটা পরিবার। চিকিৎসা করতে বর্তমানে কয়েক লক্ষ টাকার প্রয়োজন। এত টাকা কিভাবে জোগাড় হবে বুঝে উঠতে পারছে না পরিবারটি। স্বাস্থ্যসাথী প্রকল্পে আবেদন জমা দিয়েছেন।
তবে এখনও স্বাস্থ্যসাথী কার্ড হাতে পায়নি পরিবার। বিভিন্ন মহলে জানিয়েও কোনও লাভ হয়নি। ইসরাজুলের মেয়ে রেশমা পারভীন জানান, সংসারের একমাত্র উপার্জনকারী মানুষ অসুস্থ হয়ে পড়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। বাবার চিকিৎসা করার অর্থ নেই।
আরও পড়ুনঃ হাজারি বস্তি হয়ে যাবে ‘মমতা কলোনি’
আর্থিক সহায়তার পাশাপাশি প্রশাসনের কাছে দ্রুত স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে দেওয়ারও আর্জি জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান সমরেশ পাল বলেন,”বিষয়টি শুনেছি, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন উনি। যত দ্রুত সম্ভব স্বাস্থ্য সাথী কার্ড দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।” এছাড়াও পরিবারের বাকিদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584