পার্টি করে করোনা আক্রান্ত বেকহ্যাম

0
74

অঞ্জন চ্যাটার্জি, স্পোর্টস ডেস্কঃ

ফের ফুটবলে করোনার থাবা। কোভিড-১৯ সামাজিক দূরত্ব না মানার ফলে করোনা আক্রান্ত বিশ্ব ফুটবলের তারকা ডেভিড বেকহ্যাম। কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে নিজের ফুটবল টিম ইন্টার মায়ামি ম্যাচের পর রাত্রে পার্টির আয়োজন করা হয়েছিল বেকহ্যাম ও তাঁর স্ত্রীর পক্ষ থেকে।

David Beckham | newsfront.co
সংবাদ চিত্র

সেখানে দলের ফুটবলার ছাড়াও স্পনসর ও অন্যরাও হাজির ছিলেন। সেখানে সবটাই হয়েছে সামাজিক দূরত্ব না মেনে মাস্ক ছাড়া। এরপরে আমেরিকা ছেড়ে লন্ডনে চলে আসেন তারা। বড় ছেলে ব্রুকলীনের ২১তম জন্মদিনে বিশাল পার্টির আয়োজন করেন বেকস। সেখানেও প্রচুর লোক এবং মিডিয়া উপস্থিত ছিল। হৈ-হুল্লোড় থেকে সুরা পান কিছুই বাদ যায় নি সেখানে।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত পারেখ

কিন্তু ওই পার্টির পর অসুস্থ বোধ করেন ভিক্টোরিয়া, জ্বর এবং গলা ব্যথার করোনা উপসর্গ দেখা দেয় । রিপোর্ট পজিটিভ আসে, বেকহ্যামেরও রিপোর্ট আসে পজিটিভ। তবে দুজনে এখন কোয়ারেন্টাইন আছেন। বেকহ্যাম কেন এই কাজ করলেন তাকে লন্ডনের মেয়র চিঠি পাঠালে তিনি জানান অবস্থা এমন হবে তিনি বুঝতে পারেননি।

আরও পড়ুনঃ বাতিল এএফসি কাপ

তবে বেকহ্যামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ব্রিটিশ সরকার তাঁদের মন্তব্য বেকহ্যাম ইংল্যান্ড ফুটবলের তারকা হতে পারেন কিন্তু এই মহামারিতে তাঁর থেকে এই ব্যবহার প্রত্যাশা করা যায় না উপযুক্ত ব্যবস্থা নেবে তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here