গুরপ্রীতই গোলের খিদে বাড়ায় উইলিয়ামসের

0
51

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

বেঙ্গালুরু এফসি-কে সামনে পেলেই জ্বলে ওঠেন কেন? কোনও পুরনো হিসেব নেই তো? সোমবার ফতোরদা স্টেডিয়ামে এক অনবদ্য গোল করে এটিকে মোহনবাগানকে জেতানোর পরে তাঁর কাছে এই প্রশ্নটাই ছিল অবধারিত। যার উত্তর ডেভিড উইলিয়ামস দিয়েছেন বেশ অপ্রত্যাশিত ভাবেই।

ISL2020 | newsfront.co

তাঁর ব্যাখ্যা, “বিপক্ষের গোলে গুরপ্রীত সিংকে দাঁড়িয়ে থাকতে দেখলেই গোল করার জন্য মরিয়া হয়ে যাই। ও এদেশের অন্যতম সেরা গোলকিপার। ভারতীয় দলের এক নম্বর বাছাই। তাই ওর বিরুদ্ধে গোল করার তৃপ্তিই আলাদা।”

এটিকে মোহনবাগান মিডিয়াকে এমনই জানিয়েছেন অস্ট্রেলিয় ফরোয়ার্ড। হিরো আইএসএলে কেন শুধু বেঙ্গালুরুর বিরুদ্ধেই তাঁর চার-চারটি গোল আছে, তার আসল কারণটা তা হলে এত দিনে জানা গেল।

আরও পড়ুনঃ ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপি বিক্রি ৪ লাখ অস্ট্রেলিয়ান ডলারে

এ মরসুমে এত দিন গোল পাননি ডেভিড। তাঁর সঙ্গী রয় কৃষ্ণা গোলের মধ্যে থাকলেও তিনি গোল পাচ্ছিলেন না। একজন ফরোয়ার্ড গোল না পেলে যে তাঁর বুকে যে কী জ্বালা ধরে, সে কোনও ফরোয়ার্ডই বোঝেন। ডেভিড বলেছেন, “গোল পাচ্ছিলাম না বলে একটা চাপ ছিল। জানতাম একটা গোল পেলে সব ঠিক হয়ে যাবে। আরও গোল করতে পারলে খুশি হব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here