নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
রাজস্থান রয়্যালসের পর এবার তরুণ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হার চেন্নাই সুপার কিংসের। সেই খারাপ বোলিং ও স্লো ব্যাটিং করার মাসুল দিতে হল সিএসকে কে। তবে এদিন ধোনিকে ডুবিয়ে দিল তাঁর প্ৰিয় স্পিনাররা। আর এদিনও আগে না নেমে ঋতু রাজ গায়েকোরকে আগে নামিয়ে সবাইকে অবাক করলেন মাহি।
টস জিতে এদিন বোলিং নেন ধোনি। আগের ম্যাচে মার খাওয়া লুঙ্গির জায়গায় হ্যাজেলউডকে নামায় সিএসকে। দিল্লির দুই ওপেনার ধাওয়ান ও পৃথ্বী প্রথম থেকেই বিস্ফোরণ করেন চেন্নাই বোলিংয়ে। ১০ ওভারে দিল্লির রান একসময়ে ছিল বিনা উইকেটে ৮৮। পীযূষ চাওলা ফিরিয়ে দেন পৃথ্বীশ (৬৪) ও শিখর ধওয়নকে (৩৫)।
যদিও আরও আগেই ফিরতে পারতেন পৃথ্বীশ। দীপক চহারের বল দিল্লি ওপেনারের ব্যাটে খোঁচা লেগে ধোনির হাতে যায়। ঋষভ পন্থ ও শ্রেয়াস আইয়ার তৃতীয় উইকেটে ৫৮ রানের পার্টনারশিপ গড়েন। একসময় দিল্লির রান মনে হচ্ছিল ২০০ হবে কিন্তু চেন্নাই বোলাররা ভালো বোলিং করেন শেষ দিকে ২০ ওভারে দিল্লি ক্যাপিটালস করল ৩ উইকেটে ১৭৫ রান।
মন্থর শুরু করে চেন্নাই। ওয়াটসন (১৪), বিজয় (১০) কিংবা ঋতুরাজ গায়কোয়াড (৫) কেউই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। এদিনও যাদবকে নিজের আগে পাঠিয়ে দিলেন তিনি। ২১ বলে ২৬ রান করার পর আউট হন কেদার। ডুপ্লেসিস চেষ্টা করলেও পারলেন না। ধোনি পড়ে নেমে আর কিছু করতে পারেন নি, ৪৪ রানে ম্যাচ জিতলো দিল্লি। তবে পরের ম্যাচে ব্র্যাভো ফিরলে তাঁদের ভাগ্য ফিরবে ম্যাচ শেষে বললেন ধোনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584