নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ডাঃ রেড্ডিস ল্যাবরেটরি নির্মিত স্পুটনিক লাইট ভ্যাক্সিন সিঙ্গল ডোজের ব্যবহারের অনুমোদন দিলো কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডব্য টুইট করে বিষয়টি জানিয়েছেন। তবে আপাতত জরুরী ভিত্তিতে ব্যবহার করা যাবে এই ভ্যাক্সিন, এমনই বলা হয়েছে কেন্দ্রের তরফে।

সম্প্রতি ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া(DCGI) এর কাছে অনুমোদন চেয়ে আবেদন জানায় ডাঃ রেড্ডিস ল্যাবরেটরি। তারা দাবি করেছে ওমিক্রন ভ্যারিয়ান্টের বিরুদ্ধে লড়াই করতে ৭৫ শতাংশ কার্যকরী তাদের তৈরি ভ্যাক্সিন স্পুটনিক লাইট। একই সঙ্গে তারা দাবি করেছে ৬ মাস আগে টিকা নিলে করোনা প্রতিরোধে ১০০ শতাংশ সক্ষম স্পুটনিক লাইট। উল্লেখ্য, করোনার নবম টিকা স্পুটনিক লাইট।
DCGI has granted emergency use permission to Single-dose Sputnik Light COVID-19 vaccine in India.
This is the 9th #COVID19 vaccine in the country.
This will further strengthen the nation's collective fight against the pandemic.
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) February 6, 2022
ইতিমধ্যেই স্পুটনিক লাইট ভ্যাকসিন ২৯টি দেশে অনুমোদন পেয়েছে।তবে ভারতে মাত্র ৫টি জায়গায় ট্রায়াল হয়েছে স্পুটনিক লাইট সিঙ্গল ডোজের। তারমধ্যে কলকাতার একটি বেসরকারি হাসপাতালও রয়েছে। তবে ট্রায়াল পর্যায়ে স্পুটনিক লাইট সিঙ্গল ডোজ ভ্যাকসিন নেওয়ার পর কারও শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
আরও পড়ুনঃ করোনা সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে অচলাবস্থা জারি কানাডার রাজধানী শহর অটোয়ায়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584