নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
অবশেষে করোনার টিকা প্রয়োগে মিলল অনুমতি। ভারতের সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কো-ভ্যাকসিনে এই ছাড়পত্র দিল কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা (ডিসিজিআই)।
তবে শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে এই টিকা প্রয়োগ করা যাবে। এই সাফল্যকে আত্মনির্ভরতা জয়গাথা বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসী, গবেষক, কোভিড যোদ্ধাদের শুভেচ্ছা জানালেন।
রবিবার সেরাম ইন্সস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন প্রতিষেধককে ছাড়পত্র দিল ডিসিজিআই।
আরও পড়ুনঃ অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার, ফের আন্তর্জাতিক উড়ান চালু সৌদি আরবে
এরপরই একাধিক টুইট করে দেশবাসী, কোভিডযোদ্ধা, গবেষকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লেখেন, “কোভিড যুদ্ধে এটাই টার্নিং পয়েন্ট।” অর্থাৎ জোড়া ভ্যাকসিনের ছাড়পত্র কোভিডের বিরুদ্ধে যুদ্ধে এক নয়া মোড় এনে দিল বলে মনে করেন প্রধানমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584