হরষিত সিং, মালদহঃ
ট্রাক্টারের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর।ঘটনা গুরুতর জখম আরো তিন বাইক আরোহী।শনিবার দুপুরে মালদহের রতুয়া থানার নাকটি ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। আশঙ্খাজনক আবস্থায় জখম তিন জন বর্তমানে মালদহ মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।রতুয়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম জিয়াউল হক(২৯)।বাড়ি হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের দেগুন গ্রামে।তিনি পেশায় গবাদি পশুর চিকিৎসক ছিলেন।জানা গিয়েছে এদিন দুপুরে তিনি মহানন্দাটোলার দিক থেকে নবনির্মিত ব্রিজের উপর দিয়ে বালুপুরের দিকে আসছিলেন।তিনি বাইকে একা ছিলেন।তার পেছনে আরো একটি বাইক ছিল।ওই বাইকে তিন আরোহী ছিল।
সেই সময় পেছন থেকে একটি ট্রাক্টার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাইক দুটিকে। পেছনের বাইকের তিন যাত্রী ছিটকে রাস্তার পাশে পড়ে যায় কিন্তু জিয়াউল চাপা পড়ে যায় ট্রাক্টারের নীচে।চাকায় পীষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।ছুটে আশে আশেপাশের বাসিন্দারা। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয়রা মৃতদেহ ঘিরে বিক্ষোভ শুরু করে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রতুয়া থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেলে পাঠায়।তবে ঘটনার পর থেকে পলাতক ঘাতক ট্রাক্টারটি।তার খোঁজে তদন্তে নেমেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584