নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
গ্রামের পাশেই এক তিলক্ষেত থেকে সাত সকালেই উদ্ধার হল এক পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ। যা নিয়ে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বনদফতরের আধিকারিকরা। তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সব মহলেই। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর ভীমপুর অঞ্চলের কদমাশোলে। যা বনদফতরের পিড়াকাটা রেঞ্জ সীমান্ত সংলগ্ন লালগড়রেঞ্জে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের একাধিক গ্রাম, ক্ষতিগ্রস্ত হয়েছিল একাধিক জমির ফসল। হাতির হামলায় প্রাণ হারিয়েছে একদশ শ্রেণীর এক পড়ুয়াও। এবার সেই হাতিরই মৃতদেহ উদ্ধার হল রবিবার সকাল নাগাদ ৬ নম্বর ভীমপুর অঞ্চলের কদমাশোল গ্রামে।
গ্রামবাসীরা একটি তিলক্ষেতে একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ পরে থাকতে দেখে সাথে সাথে খবর দেয় বনদফতরে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় লালগড় রেঞ্জের রেঞ্জার শ্রাবণী দে ও পিড়াকাটা রেঞ্জের রেঞ্জার পাপন মহন্ত সহ একাধিক বনদফতরের আধিকারিকরা। কি কারণে মৃত্যু হয়েছে ওই হাতিটির তার তদন্ত শুরু করেছে বনদফতর আধিকারিকরা।
আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র হাতে যুবকের রংবাজি বালুরঘাটে
রেঞ্জার শ্রাবনী দে জানিয়েছেন, কিভাবে হাতিটির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরই জানা যাবে। প্রাথমিক ভাবে কিছুই বুঝতে পারা যাচ্ছে না। বনদফতরের চিকিৎসকদের খবর পাঠানো হয়েছে। তারা উপস্থিত হলেই ময়নাতদন্তের পর হাতিটির মৃতদেহ সৎকার করা হবে বলে জানাযায়। এদিকে হাতির মৃত্যুর কথা ছড়িয়ে পড়তেই এলাকার হাজার হাজার মানুষ ভিড় জমান মৃত হাতিটিকে দেখার জন্য। কেউ কেউ ফুল ছড়িয়ে, ধুপ জ্বালিয়ে হাতিটিকে শেষ বারের মতো শ্রদ্ধাও জানাতে শুরু করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584