শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
এনআরএস হাসপাতালের ফের এক ডাক্তারি পড়ুয়ার আত্মহত্যার ঘটনা ঘটল কলকাতার ন্যাশানাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। বুধবার সকালে ন্যাশানাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্রদের হোস্টেলের পাঁচ তলার একটি ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয় দিব্যেন্দু সরকার নামে ডাক্তারির ফাইনাল ইয়ারের ওই পড়ুয়ার দেহ।
তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবায়। প্রসঙ্গত, কিছুদিন আগে ২৩ জুলাই আর আহমেদ ডেন্টাল কলেজের হোস্টেল থেকে একই ভাবে উদ্ধার হয়েছিল এক ডাক্তারি ছাত্রীর দেহ।
আরও পড়ুনঃ নিউটাউনে আইনজীবী খুনে দোষী অনিন্দিতার যাবজ্জীবন সাজা ঘোষণা বারাসত আদালতের
জানা গিয়েছে, বুধবার সকালে বেনিয়াপুকুর রোডের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র হোস্টেলের পাঁচতলার ওই ঘর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে খবর দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশকে।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত স্ত্রী, কোয়ারেন্টাইনে সূর্যকান্ত
একই সঙ্গে ওই পড়ুয়াকে তাঁর সহপাঠীরা বারবার ফোন করেও ডাকাডাকি করে। পরে দরজা ভেঙে দেখা যায় তাঁকে ঝুলন্ত অবস্থায়। এই অস্বাভাবিক মৃত্যুর কারণ আত্মহত্যা নাকি অন্যকিছু তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বেনিয়াপুকুর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584