তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
গত মঙ্গলবার দিন থেকে নিখোঁজ ছিলেন সাগরদীঘির ঘুগ্রি ডাঙ্গার বাসিন্দা নেপাল বাসকি, বয়স ৩৯। নেপাল বাসকি পেশাগত দিক থেকে তেমন কিছুই করতেন না।
ঘটনা সূত্রে জানা যায়, তার স্ত্রীও পেশাগত দিক থেকে কিছুই করতেন না মাঠে ঘাটে লোকের ধান কাটার কাজ করতেন এবং যেটুকু ইনকাম করতেন সেইটুকু দিয়ে তার দুই সন্তানকে নিয়ে সংসার চালাতেন। কাজলি বাসকির একটি ছাগল চুরি করে বিক্রি করে দেয় স্বামী নেপাল বাসকি। সেই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ছোট একটি বচসা হয়। নেপাল বাসকি তার স্ত্রীকেও মারধর করতেন এবং পয়সা চাইতেন নেশা করার জন্য। মঙ্গলবার সন্ধ্যের পর থেকে নেপাল বাসকি আর বাড়িতে ফেরেন নি। সেই কথাটি কাজলি বাসকি তার শ্বশুর বাড়ির লোককে ফোন করে জানান।
আজ শনিবার প্রায় বারোটা নাগাদ একটি মৃতদেহ পাশের এক পুকুরে ভেসে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর গ্রামের লোকজন শনাক্ত করেন যে, তা নেপাল বাসকির মরদেহ এবং পরিবারে খবর দেওয়া হয়।
আরও পড়ুনঃ বহরমপুরে চাকরির ফর্ম জমা দেওয়ার লাইনে চরম বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের
এরপর আজিমগঞ্জ পুলিশ ফাঁড়িকে ফোন করে খবর দেওয়া হয়। তারপর আজিমগঞ্জ পুলিশ ফাঁড়ির আইসি গনেশ হালদার তৎক্ষণাৎ আজিমগঞ্জ বেনীপুর রায়পাড়া আসেন এবং মৃতদেহটিকে পুকুর থেকে তুলে ময়নাতদন্তের জন্য লালবাগ পাঠান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584