নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সল্টলেকের পুলিশ আবাসনের দরজা ভেঙে উদ্ধার করা হল বেনিয়াপুকুর থানার এএসআইয়ের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটে রবিবার রাতে। জানা গিয়েছে, মৃতের নাম নয়নতারা মণ্ডল। বয়স ৪৫। তিনি বেনিয়াপুকুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের জেরেই আত্মঘাতী হয়েছেন ওই পুলিশকর্মী।
প্রতিবেশীরা জানিয়েছেন, পরিবার নিয়ে সল্টলেকের এই পুলিশ আবাসনের এ ব্লকের চারতলায় থাকতেন তিনি। সম্প্রতি বেশ কিছুদিন ধরে সকলে বোলপুরে থাকছিলেন।
রবিবার রাতে কলকাতায় একা ফেরেন নয়নতারাবাবু। এরপরই রাত ৯টা নাগাদ ওই আবাসনেরই এক বাসিন্দাকে ফোন করেন ওই পুলিশকর্মী স্ত্রী। তাঁকে তিনি জানান যে, বেশ কিছুক্ষণ ধরে ফোনে স্বামীকে পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুনঃ লকডাউনে হারিয়েছেন কাজ, অবসাদে আত্মঘাতী গল্ফগ্রিনের তরুণী বীথি মন্ডল
ঘরের সামনে কয়েকজন প্রতিবেশী গিয়ে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। বাধ্য হয়ে দরজা ভাঙেন তাঁরা। তারপরই ঘরের ভিতরে এএসআই নয়নতারা মণ্ডলকে ঝুলন্ত অবস্থায় দেখেন ওই প্রতিবেশীরা।
এরপরই সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই পুলিশকর্মীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশকর্মীর আত্মঘাতীর পিছনে অবসাদ নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584