নিজস্ব সংবাদদাতাঃ
এবার পুরুলিয়ার বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠল।ঘটনাটি পুরুলিয়ার বলরামপুরের, মৃতের নাম দুলাল কুমার(৩২)।
গতকাল সন্ধ্যা থেকেই তিনি নিখোঁজ ছিলেন।অভিযোগ তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ।আজ ভোর বেলাতেই তার মৃতদেহ এলাকার একটি হাই টেনশন টাওয়ারে ঝুলতে দেখে এলাকাবাসীরা। অভিযোগের তীর ওঠে তৃণমূলের বিরুদ্ধে । বলরামপুরের ডাভা গ্রামের BJP-র OBC মোর্চার কার্যকর্তা ছিলেন দুলাল বলে জানা গেছে। কাল সন্ধেয় তাঁকে অপহরণ করা হয় বলে দলের তরফে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ আনতে গেলে গ্রামের বাসিন্দারা বাধা দেন। পুলিশকে লক্ষ্য করে পাথরও ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জেরও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে।তাদের মত এটি একটি আত্মহত্যার ঘটনা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584