নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রাতের অন্ধকারে ডাম্পিং গ্রাউন্ডে সৎকার করা হচ্ছে করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহ। মেদিনীপুর-খড়গপুর সহ বেশ কয়েকটি হাসপাতালের বর্জ্য পদার্থ ফেলা হচ্ছে খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত নিমপুরা লাগোয়া হিড়াদিহি ডাম্পিং গ্রাউন্ডে।
এই অভিযোগ তুলে দফায় দফায় বিক্ষোভে ফেটে পড়ল এলাকাবাসী। রেল ইয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ডের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেয় গ্রামবাসীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক ও পুলিশ পৌঁছলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।
অভিযোগ, রাতের অন্ধকারে জেসিবি গাড়ি নিয়ে এসে অন্যান্য বর্জ্য পদার্থের সাথে সৎকার করে দেওয়া হচ্ছে করোনা আক্রান্ত রোগীর মৃতদেহ। মঙ্গলবার সকালে ডাম্পিং গ্রাউন্ডের ভেতর থেকে একটি পড়ে থাকা কফিন উদ্ধার হওয়ার পরেই উত্তেজনা ছড়ায় এলাকায়।
আরও পড়ুনঃ ওলা বাইক ছিনতাই, গ্রেফতার ২
এলাকাবাসীর দাবি অবিলম্বে বন্ধ করে দেয়া হোক রেল শহরের এই ডাম্পিং গ্রাউন্ডটি। যদিও খড়গপুর লোকাল থানার পুলিশ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। উত্তেজনা সামলাতে এখনও ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584