নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্বামীর বিরুদ্ধে শ্বাসরোধ করে খুনের অভিযোগ তুলেছে প্রতিবেশীরা। মৃত বধূর নাম আসামিরা বিবি। সাগরদীঘি থানার যাদবপুর এলাকায় ঘটেছে ঘটনাটি।
স্থানীয় সূত্রে জানাযায় মৃত বধূর স্বামী মিনারুল সেখ বেশির ভাগ সময় কর্মসূত্রে বাইরেই থাকত। বাইরে থেকে বাড়ি আসলে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হত। এক সপ্তাহ আগেও তাদের মধ্যে ঝামেলা হওয়ায় বাড়ি ছেড়ে চলে যায় আসামিরা বিবি।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গে ফের পথ দুর্ঘটনা, প্রাণ হারাল তিন যুবক
গত তিনদিন আগে আবার তার স্বামীর বাড়ি ফিরে আসে আসামিরা। গত কাল সন্ধ্যা নাগাদ তাদের মধ্যে পুনরায় অশান্তির সৃষ্টি হয়। আর তা এমন পর্যায়ে পৌঁছায় যে আসামিরা বিবিকে তার স্বামী ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে খুন করে বলে প্রতিবেশীদের অভিযোগ।
তার পরেই চম্পট দেয় স্বামী মিনারুল সেখ। ঘটনার খবর পেয়ে সাগরদীঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাগরদীঘি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584