নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মঙ্গলবার রাতে খবর শোনার পর থেকে শুধুই অপেক্ষা। পেটের টানে সংসার ছেড়ে সূদূর কাশ্মীরে দিন মজুরির কাজ করতে গিয়ে জঙ্গী হানার শিকার এলাকার পাঁচ বিভিন্ন বয়সী শ্রমিক।
সারা দিন ধরে নেতা মন্ত্রী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের আনাগোনা। সব ছাড়িয়ে পরিজনদের সাথে সাথে তাকিয়ে এলাকার বাসিন্দারা কখন আসবে তারা।
বুধবার মধ্যরাতে শ্রীনগর থেকে দমদম বিমান বন্দরে এসে পৌঁছায় নিথর দেহগুলি। বিমান বন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
রাজ্য সরকারের ব্যবস্থাপনায় পাঁচটি শববাহী গাড়িতে করে ভোর পাঁচটা নাগাদ পৌঁছায় পাঁচ শ্রমিকের দেহ। এতোক্ষণের জমে থাকা কান্না যেন বাঁধ ভাঙল। ফিরহাদ হাকিমের তত্ত্বাবধানে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হল দেহগুলি।
আরও পড়ুনঃ এসএসকেএমে চিকিৎসাধীন জহিরুদ্দিন, স্বামীর পথ চেয়ে অপেক্ষা পারমিতার
আরও পড়ুনঃ জহিরুদ্দিনের পথ চেয়ে বসে আছে তার পরিবারের লোকজন
চোখের জলে লাশ নিয়ে বাড়ির পথে রওনা দিল স্বজনরা। পরিবারের মুখে হাসি ফোটাতে সুদূর কাশ্মীরে গিয়ে লাশ হয়ে ফিরল তারা। পেটের টানে ঘরছাড়া এই দিন মজুরদের হত্যায় কার উদ্দেশ্য সিদ্ধ হবে? কি তাদের অপরাধ শোকের ছায়ায় ঘুরছে শুধুই এই জিজ্ঞাসা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584