সিমা পুরকাইত,দক্ষিণ চব্বিশ পরগনাঃ
আগামী ১৯ শে ফেব্রুয়ারী বিয়ে৷বিয়ের আগেই উদ্ধার হল মুকুন্দপুরের বাসিন্দা এক যুবকের দেহ৷নাম অমিত ঘোষ।বিয়ের কেনাকাটা থেকে শুরু করে নিমন্ত্রনের কাজও শেষ।নিজেই হবু স্ত্রীকে নিয়ে কেনাকাটা সারেন তিনি৷১০ তারিখ সকালে জয়নগর ও বহরু স্টেশনের মাঝামাঝি আপ ও ডাউন লাইনের মাঝখান থেকে তার দেহ উদ্ধার করে বারুইপুর জিআরপি ৷
অমিতের মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে জানা গিয়েছে ৷ ১০ তারিখ সকাল থেকেই অমিতকে বাড়িতে পাওয়া যাচ্ছিলনা বলে পরিবারের দাবি ৷ বারবার তার মোবাইলে ফোন করেও সাড়া পাওয়া যায়নি৷বাড়িতে সিসিটিভি লাগানো ছিল।তবে রাত্রি আড়াইটা নাগাদ নিজেই সমস্ত সিসিটিভি বন্ধ করে দেয় অমিত বলে জানান পরিবারের সদস্যরা৷পরিবার সদস্যদের দাবি তার আগে তার কাছে বারবার ফোন আসছিল।কাঁদতেও দেখা যায় অমিতকে৷
আরও পড়ুনঃ অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
নিখোঁজ থাকার পর বারুইপুর জিআরপি থেকেই ফোন করে খবর দেওয়া হয় অমিতের বাবা স্বপন ঘোষকে৷ স্বপনবাবু পেশায় একজন ব্যবসায়ী ৷ বারুইপুরে গিয়ে দেহ সনাক্ত করেন তিনি ৷ অমিতের বাইক উদ্ধার হয় গড়ফা থানা এলাকার ঝিল রোড থেকে৷অমিতের বাবা, মা ও তার হবু স্ত্রীর দাবি পরিকল্পনা করেই খুন করা হয়েছে অমিতকে৷
অমিতের হবু স্ত্রী জানিয়েছেন এই ঘটনার আগেরদিন রাতে অমিতের সাথে তার স্বাভাবিক কথাবার্তা হয়।দুজনেই একে অপরকে গুডনাইটও জানান ৷ অমিতের মাও জানিয়েছেন রাতের বেলায় তারা একসাথে খাওয়া দাওয়া করেছিলেন৷
এই ঘটনায় ইতিমধ্যে বারুইপুর জিআরপিতে অভিযোগ দায়ের করা হয়েছে৷অমিতের মোবাইল ফোন এখনও মিসিং।পুলিশ সুত্রে জানা গিয়েছে ময়নাতদন্তের রিপোর্টের জন্য তারা অপেক্ষা করছেন।অমিতের ফোন কলের সুত্র ধরে এই ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর জিআরপি ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584