নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক থানার নুরপুর অঞ্চলের গোবিন্দপাড়া গ্রামে। রবিবার মানিকচক থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
আরও পড়ুনঃ ১০০ কেজি গাঁজা পোড়ানো হল দেগঙ্গার রাস্তায়
আর্থিক অনটন ও পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা বলে অনুমান মৃতর স্ত্রী ও স্থানীয়দের।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম টোটন রায়।তাঁর বাড়ি পুকুরিয়া থানার পীরগঞ্জ এলাকায়।গত দুই মাস ধরে গোবিন্দপুর গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ,প্রায় দুই বছর আগে গোবিন্দপুর এলাকার বাসিন্দা লালি সরকারের সাথে প্রেম করে বিয়ে করেন টোটন রায়। এই বিয়ে নিয়ে ছেলের বাবা নারাজ থাকায় অশান্তি শুরু হয় টোটোনের বাড়িতে। তাই গত প্রায় দুই মাস আগে অশান্তির জেরে স্ত্রীকে সাথে নিয়ে শ্বশুর বাড়ি গোবিন্দপুরেই বসবাস করছিলেন টোটন রায়।
আরও পড়ুনঃ গোয়ালপোখরে গলাকাটা মৃতদেহ উদ্ধার
মৃতের স্ত্রী লালি সরকার জানান,শনিবার ফোন মারফত নিজের বাবার সঙ্গে কথোপকথন হয় স্বামীর। সেখানেই সামান্য কিছু তর্কবিতর্ক হয়। আর সেই অশান্তির জেরে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে স্বামী টোটন রায়। সকলের অলক্ষ্যে ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
বাবার সঙ্গে পারিবারিক অশান্তি ও আর্থিক দিক দিয়ে মানসিক চাপের মধ্যেই কাটছিল দিন ৷ এই সমস্ত কারণে আত্মহত্যা করেছেন বলে মনে করছে পরিজন থেকে স্থানীয়রা। যদিও সমগ্র ঘটনা পরিদর্শন করে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করার তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584