শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
দিন সাতেক আগে বন্ধুর ফোনে টাকা নিয়ে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন শিয়ালদহের এক গেস্টহাউস মালিক। রবিবার রাতে নর্থ পোর্ট থানা এলাকার রামকৃষ্ণ ঘাট থেকে উদ্ধার হয় ভূপাল মুখোপাধ্যায় ওরফে ববি (৪৯) নামে ওই ব্যবসায়ীর দেহ। বাঁ দিকের পাঁজরে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় মৃতের বন্ধু সুরজ সোনকারের দিকে খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার।
পরিবার সূত্রে খবর, ২৯ জুন ভূপালকে ফোন করে ডাকে সুরজ। কিছু পরিমাণ টাকা নিয়ে ভূপাল বাড়ি থেকে বেরিয়ে যান। সেদিন রাতে বাড়ি ফেরেননি তিনি। মোবাইলও সুইচড অফ। ৩০ জুন সকালে মুচিপাড়া থানায় অভিযোগ জানাতে যায় পরিবার। সেইসময় সূরজকে ফোন করলেও সে ধরেনি। অন্য নম্বর থেকে ফোন করলে ভূপালের ফোন ধরে সূরজ। বলে, রাতেই ভূপাল তাঁর বাড়ি থেকে বেরিয়ে গেছে। পরে ভূপালের বাড়িতে নিজে এসে ফোন ফেরত দিয়ে সে জানায়, ভুল করে ফোন ফেলে রেখে গেছে ভূপাল। ২ জুলাই নিমতলার ভূতনাথ মন্দিরের কাছে পাওয়া যায় ভূপালের মোটরবাইক।
আরও পড়ুনঃ সংজ্ঞা বদলে কলকাতায় কনটেনমেন্ট জোন ১৫০০ থেকে মাত্র কমে ১৮!
পরিবারের দাবি, সূরজের কথাবার্তায় অসঙ্গতি রয়েছে। মাঝেমধ্যেই ভূপালের কাছে টাকাপয়সা ধার নিত সূরজ। পরিবারের অভিযোগ, পরিকল্পনা করেই খুন করা হয়েছে ওই ব্যবসায়ীকে। আর সেই অভিযোগের আঙুল উঠেছে বন্ধু সূরজ সোনকরের বিরুদ্ধে। সোমবার মুচিপাড়া থানায় বন্ধু সূরজের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার।
আরও পড়ুনঃ ফের বড়বাজারে ক্যানিং স্ট্রিটের বহুতলে আগুন, অগ্নিকাণ্ড আলিপুরেও
তাঁদের অভিযোগ, প্রথম থেকেই খুনের অভিযোগ নিতে গড়িমসি করছিল পুলিশ। পরে ফোন করে ডিসি সেন্ট্রালকে গোটা ঘটনার কথা তাঁরা জানান। ডিসি সেন্ট্রাল মুচিপাড়া থানার ওসিকে ফোন করে অভিযোগ নিতে নির্দেশ দিলে অভিযোগ গৃহীত হয়। পুলিশ জানিয়েছে, বন্ধু সূরজ সোনকরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের মধ্যে কোনও ব্যবসায়িক শত্রুতা ছিল কিনা খতিয়ে দেখা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584