লরি-ছোট গাড়ির সংঘর্ষে মৃত ১

0
101

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

লরি-ছোটগাড়ির সংঘর্ষে মৃত্যু হল এক চা পাতা ব্যবসায়ীর। শনিবার গভীর রাতে মালদার গাজোলের কদুবাড়ি মোড় এলাকায় দূর্ঘটনাটি ঘটে।

Dead one at Larry and small car accident
মৃত অতস সরকার।নিজস্ব চিত্র

মালদা মেডিকেলে চিকিৎসাধীন আবস্থায় রবিবার সকালে মৃত্যু হয় ওই ব্যক্তির।ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে।

পরিবার সুত্রে জানা গিয়েছে ,মৃত ব্যবসায়ীর নাম অতস সরকার(৪৯)। বাড়ি চাঁচল থানার সুজাগঞ্জ এলাকায়।পেশায় তিনি চা পাতা ব্যবসায়ী ছিলেন। শনিবার শিলিগুড়ি থেকে চা পাতা কিনে বাসে করে বাড়ি ফিরছিলেন।গভীর রাতে গাজোলের কদুবাড়ি মোড়ে বাস থেকে নামেন।সেখানে চাঁচলগামী একটি ছোট গাড়িতে করে বাড়ির উদ্দেশ্য রওনা দেয়।গাড়িটি কিছুটা এগাতেই রাজ্য সড়কে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে।গুরুতর জখম হয় অতস সরকার।

আরও পড়ুনঃ দাদা তৃণমূল কর্মী,ভাইকে কুপানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে গাজোল গ্রামীন হাসপাতালে ভর্তি করে।শারীরিক আবস্থার অবনতি হতে থাকলে চিকিৎসকেরা তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন আবস্থায় রবিবার সকালে মৃত্যু হয় ওই ব্যক্তির।এদিকে গাজল থানার পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করলেও চালক পলাতক।তদন্তে পুলিশ নেমেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here