টুনিবাল্ব দিয়ে বাড়ি সাজাতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু

0
66

সুদীপ পাল,বর্ধমানঃ

দীপাবলি তাই বাড়ি সাজাতে হবে।সেই আলো সাজাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন বছর চৌষট্টির এক বৃদ্ধ।দুর্গাপুরের আড়রা মোড়ের বিধান পার্কের ঘটনা।বৃদ্ধের নাম নন্দদুলাল পাল।

মৃত নন্দদুলাল পাল। নিজস্ব চিত্র

টুনি লাইট লাগাতে গিয়ে অসাবধানতায় হাই টেনশন তারের সংস্পর্শ হয় নন্দদুলাল বাবুর। তাতেই সারা গা ঝলসে যায়।

আচমকা এই বিপদে হতভম্ব হয়ে যায় প্রতিবেশীরা।কি করা যাবে কিছু বুঝেই উঠতে পারছিলেন না প্রতিবেশীরা। সাময়িক ঘোর কাটলে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রতিবেশী সূত্রে জানা যায়,দীপাবলি উপলক্ষ্যে প্রত্যেকবার নন্দবাবুর উৎসাহ থাকে।নিজের হাতে সাজসজ্জায় অংশ নেন।এবার কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা বোঝা যাচ্ছে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here