নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
গতকাল টেক্সাসের একটি চার্চে এক বন্দুকধারী দুজনকে গুলি করে হত্যা করায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
বিদেশি গণমাধ্যম বিবিসি সূত্রে জানা গেছে, টেক্সাসের ‘ফোর্ট ওর্থ’-এর ‘হোয়াইট সেটলমেন্ট’ এলাকার ‘ওয়েস্ট ফ্রি ওয়ে’ গির্জায় এক বন্দুকধারী অতর্কিতে বন্দুক বের করে দুজনের উপর গুলি চালায়।
ঘটনার একটি অস্পষ্ট ভিডিও নেটিজেনদের মধ্যে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে গির্জার যাজক যেখানে দাঁড়িয়ে প্যারিশনারদের উদ্দেশ্যে কিছু বলেন, সেখানে দাঁড়িয়ে ওই বন্দুকধারী একজন প্যারিশনার-এর সাথে কিছু কথা বলে।
আরও পড়ুনঃ বছরের শেষে গ্রেটার পাঁচ শব্দের টুইট সাড়া ফেলল নেটিজেনদের মধ্যে
তারপর ওই প্যারিশনার ওই বন্দুকধারীকে একজনের দিকে আঙুল দিয়ে চিহ্নিত করায় ওই বন্দুকধারী সেই ব্যক্তিকে গুলি করে। সঙ্গে সঙ্গে ওই বন্দুকধারী সেই প্যারিশনার-এর দিকেও গুলি চালায়, যার সাথে সে প্রথমে কথা বলেছিল।
পরপর দু’বার গুলি চলার পর গির্জার সিকিউরিটি গার্ড দুষ্কৃতীর দিকে গুলি চালায়। গির্জায় উপস্থিত অন্যান্য প্যারিশনাররাও বন্দুক বের করেন আত্মরক্ষার জন্য। কিন্তু ভিডিওটি অস্পষ্ট হওয়ায় পরিস্কার ভাবে বোঝা যাচ্ছে না আর কেও ওই দুষ্কৃতীর দিকে গুলি চালিয়েছে কি না।
আরও পড়ুনঃ ছুটির দিনে কাজের বিরক্তি প্রকাশ, বাবাকে ট্রল সানার
বিবিসিকে দেওয়া একটি বিবৃতিতে পুলিশ প্রধান জে পি বিভারিং জানিয়েছেন, সেই ভদ্রলোককে সাধুবাদ জানাতে হয়, যে সাহস করে এগিয়ে এসে সেই দুষ্কৃতীকে গুলি করেন।
টেক্সাসে চলতি বছরের সেপ্টেম্বরে একটি আইন পাশ হয়েছিল যা গির্জায় প্যারিশনারদের বন্দুক বহন করার অনুমতি দিয়েছিল। চলতি বছরে টেক্সাসে বন্দুকের গুলি থেকে আহত ও নিহতের সংখ্যা অনেকটাই বেশি। সমীক্ষা বলছে এল পাসো-র ওয়াল মার্টে চলতি বছরের অগস্টে ২২ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে বন্দুকের গুলিতে। সেই মাসেই একজন বন্দুকধারী ৭ জনকে খুন ও ২০ জনকে জখম করেছে বন্দুকের গুলিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584