শিলিগুড়িতে মূক,বধির যুবতীকে গণধর্ষণের অভিযোগ

0
55

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

মূক ও বধির যুবতীকে গণধর্ষণের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। শুক্রবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের বাতাসি এলাকার একটি চা বাগানে।

tea garden | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল প্রত্যেক দিনের মতো আন্ধারুজোত এলাকার বাসিন্দা ২০ বছর বয়সী ওই যুবতী বাড়ির পাশের নদীতে একা স্নান করতে গিয়েছিল।

আরও পড়ুনঃ অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার মানিকচকে

police officer | newsfront.co
নিজস্ব চিত্র

এবং স্নান করে ফেরার পথে তিন জন যুবক মুখে মাস্ক লাগিয়ে ওই যুবতীকে তুলে পাশের সতীশ চন্দ্র চা বাগানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। এরপর সেখানে ওই যুবতীকে মুমূর্ষু অবস্থায় রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা যুবতীকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। এরপর পুরো বিষয়টি ওই যুবতী তার মাকে ইশারায় জানায় এবং ওই যুবতীর পরিবারের তরফ থেকে খড়িবাড়ি থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়।
ওই যুবতীকে প্রথমে খড়িবাড়ি হাসপাতালে এবং সেখান থেকে ওই যুবতীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়।

আরও পড়ুনঃ ব্যারিকেডে ভাড়া পাচ্ছে না, তুফানগঞ্জে আন্দোলনে টোটো চালকরা

বর্তমানে ওই যুবতী চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে এদিন ঘটনাস্থলে যায় অ্যাডিশনাল এসপি মনোরঞ্জন ঘোষ। তিনি বলেন যে আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছি এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ওই যুবতীর পরিবার দোষীদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here