জন্মভিটে বীরসিংহ গ্রামে পালিত বিদ্যাসাগরের প্রয়াণ দিবস

0
84

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস  উপলক্ষে বুধবার বীরসিংহ গ্রামে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছেন অগণিত মানুষ। এদিন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইও  বীরসিংহ গ্রামে মা ভগবতী দেবী ও বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে  শ্রদ্ধা জ্ঞাপন করেন।

shankar dolai | newsfront.co
শ্রদ্ধা জ্ঞাপন ৷ নিজস্ব চিত্র

১৮৯১ সালের (২৯ জুলাই) আজকের দিনে পরলোক গমন করেন উনবিংশ শতকের এই বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকারক৷ সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য  তিনি  বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিগ্রাহ্য ও সহজবোধ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই ।রচনা করেছেন জনপ্রিয় শিশুপাঠ্য বর্ণপরিচয় সহ একাধিক পাঠ্যপুস্তক ও সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ।

vidyasagar | newsfront.co
নিজস্ব চিত্র

বিধবা বিবাহ ও স্ত্রীশিক্ষার প্রচলন, বহুবিবাহ ও বাল্য বিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তাঁর অক্লান্ত সংগ্রাম আজও যথোচিত মর্যাদায় স্মরণ করা হয়। বাংলার নবজাগরণের এই পুরোধা ব্যক্তিত্ব দেশের আপামর জনসাধারণের কাছে পরিচিত ‘দয়ার সাগর’ নামে।

আরও পড়ুনঃ বাছুরডোবায় বিদ্যাসাগরের ১৩০ তম প্রয়াণ দিবস উদযাপন

দরিদ্র, আর্ত ও পীড়িত কখনই তাঁর কাছ থেকে ফিরে যেতেন না। নিজের চরম অর্থসংকটের সময়ও তিনি ঋণ নিয়ে পরোপকার করেছেন। তাঁর পিতামাতার প্রতি তাঁর ঐকান্তিক ভক্তি ও বজ্রকঠিন চরিত্রবল তাঁকে প্রবাদপ্রতিম করে তোলে।

অন্যান্য বছর এই দিনটিতে বিদ্যাসাগর স্মরণ হয় বিভিন্ন সভা, প্রভাতফেরি এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। কিন্তু এই বছর করোনা আবহে পরিস্থিতি এবং ছবি বদলে গিয়েছে। ২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৪শে সেপ্টেম্বর বীরসিংহ গ্রামে এসেছিলেন এবং তিনি বীরসিংহকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করেছিলেন । পাশাপাশি তাঁর জন্মভিটে ও বীরসিংহ ভগবতী বিদ্যালয়কে হেরিটেজ ঘোষণা করেছিলেন।

আরও পড়ুনঃ গোবিন্দর অধ্যাপক হওয়ার পথে বাধা অর্থনৈতিক অবস্থা

কিন্তু এই বছর প্রভাতফেরি ,আলোচনা সভা হয়নি। বিচ্ছিন্নভাবে এসে অনেকে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করছেন। যে সমস্ত সংস্থা কয়েকজনকে নিয়ে মাল্যদান করতে এসেছেন তারা থানা থেকে অনুমতি নিয়ে তবেই এসেছিলেন ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here