সাঁতার কাটতে গিয়ে মৃত্যু মদ্যপ অশিক্ষক কর্মীর

0
74

মনিরুল হক,কোচবিহারঃ

মদ্যপ অবস্থায় পুকুরে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির।মৃত ওই ব্যক্তির নাম বিষ্ণু কান্ত বর্মণ (৪৭)। তিনি শালবাড়ি উচ্চবিদ্যালয়ের অশিক্ষক কর্মী ছিলেন বলে জানা গিয়েছে।

Death in swimming
নিজস্ব চিত্র

শনিবার সকালে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ২নং ব্লকের শালবাড়ি এলাকায়।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই ঘটনার খবর দেওয়া হয় বক্সিরহাট থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এই ঘটনায় সঞ্জিব বর্মন নামে একজনকে আটক করেছে বক্সিরহাট থানার পুলিশ।

Death in swimming
নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তুফানগঞ্জের শালবাড়ি এলাকার বাসিন্দা বিষ্ণু কান্ত বর্মন এবং সঞ্জিব বর্মন দুজনেই ভালো বন্ধু ছিলেন। শুক্রবার দুপুরের দিকে এলাকার একটি পুকুরে স্নান করতে যান ওই দুই বন্ধু। সেখান গিয়ে বিষ্ণু কান্ত বর্মন এবং সঞ্জিব বর্মন দুজনেই মদ্যপান করেন।

অভিযোগ,তারপর বিষ্ণু এবং সঞ্জিব দুজনের মধ্যে বাজি হয় সাঁতার প্রতিযোগিতার।

এরপর নেশাগ্রস্থ অবস্থাতেই দুজনে পুকুরে নেমে সাঁতার প্রতিযোগিতা শুরু করে।

Death in swimming
নিজস্ব চিত্র

সাঁতার শুরু করার পর প্রথমে দুজনেই জলের নিচে তলিয়ে যায়। কিন্তু কিছুক্ষন পর সঞ্জিব বর্মন কোন ভাবে জলের থেকে উঠে আসলেও বিষ্ণুকান্ত বর্মনের আর দেখা মেলেনি। ওই খবর এলাকায় ছড়িয়ে পরতেই শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু তাতেও খোঁজ মেলেনি বিষ্ণুর। শনিবার সকালে বিষ্ণু বর্মনের মৃতদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা।

ওই ঘটনার জেরে সঞ্জিব বর্মন নামের অপর ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে বক্সিরহাট থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here