মনিরুল হক,কোচবিহারঃ
পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের।আহত আরও একজন।শুক্রবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে দিনহাটা শহরের গোপালনগর মোড় এলাকায়।সূত্রে জানা গেছে, মৃত ওই যুবকের নাম কুশল নাথ তাঁর বাড়ি শহরের ৭ নং ওয়ার্ডে এবং আহত যুবকের নাম জুয়েল বর্মন বাড়ি শহরের বোর্ডিং পাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে,এদিন রাতে দিনহাটা থানার পুলিশের মোবাইল পেট্রোলিং ভ্যান তাঁদের দুজনকে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থা পড়ে থাকতে দেখেন।এরপর তাঁদের কে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক কুশল নাথ নামে ওই যুবককে মৃত বলে ঘোষণা করে। অপর যুবক জুয়েল বর্মনের অবস্থা আশঙ্কা জনক থাকায় তাঁকে কোচবিহারে স্থানান্তরিত করা হয়।
সূত্রে জানা গেছে, এদিন রাতে শহরের এল আই সি অফিস সংলগ্ন গোপাল নগর মোড় এলাকায় গোসানী রোডের দিক থেকে বাইক চালিয়ে বোর্ডিং পাড়ার দিকে আসছিল জুয়েল বর্মন নামে ওই যুবক।অন্যদিকে গোপালনগরের দিক থেকে পুরাতন বাস স্ট্যান্ডের দিকে আসছিল কুশল নাথ।তখনই দুটি বাইকের সংঘর্ষের ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকে দুজনেই পরে রাতে পুলিশ টহল দিতে গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।এদিকে সূত্রের পাওয়া খবরে জানা গেছে,মৃত যুবক কুশল নাথ পেশায় ভিডিও গ্রাফার এবং জুয়েল বর্মন পেশায় আইনজীবী।
পুলিশ সূত্রে জানা,ওই দুই যুবক মদপ্য অবস্থায় বাইক চালাচ্ছিল।এর ফলেই এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশের অনুমান।এদিকে এই মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনার তদন্ত করতে দিনহাটা থানায় ছুটে আসেন ডিএসপি ট্রাফিক চন্দন দাস।
আরও পড়ুনঃ বালি বোঝায় লরির ধাক্কায় বাইক চালকের মৃত্যু
তিনি এদিন থানায় গিয়ে দুর্ঘটনাগ্রস্থ বাইক দুটিকে খতিয়ে দেখেন এবং মৃত কুশলের পরিবারের লোক ও বন্ধুদের সাথে কথা বলেন। দিনহাটা থানার পুলিশ ইতিমধ্যেই WB ৬৪ C ৭০২৪ এবং WB ৬৪ জি ১৯১৬ নম্বরের বাইক দুটিকে আটক করেছে ।ভিডিওগ্রাফার কুশলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা দিনহাটায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584