বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
বৃহস্পতিবার শিলিগুড়ির চম্পাসারি দেবিডাঙ্গা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক বাইক আরোহীর।মৃতের নাম মুন্না মাহাতো(২০)। সে পকাইজোত এলাকার বাসিন্দা।এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে এদিন ওই যুবক বাইক নিয়ে দেবিডাঙ্গা থেকে চম্পাসারির দিকে যাচ্ছিল। সেই সময় একটি পিকআপ ভ্যান ওই বাইকের পিছনে স্বজোরে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ট্রাকের তলায় ঢুকে যায়,ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।এরপর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে ভাঙচুর চালায়।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু,আহত আরও এক
অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় প্রধাননগর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন।এরপর মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584