রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
বহরমপুর থেকে নিজের বাড়ী পর্বতপুর যাওয়ার পথে কান্দি থেকে বহরমপুর গামী একটি বালি বোঝায় লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর।
ঘটনাটি ঘটে বহরমপুর কান্দি রাজ্য সড়কের ওপর।প্রত্যক্ষদর্শীদের কথায় লরি চালক সজোরে গান চালিয়ে লরি চালাচ্ছিলেন ফলে পেছনে বাইকের হর্ন শুনতে পায়নি,যার কারনে লরি ওভারটেক করতে গেলে দুর্ঘটনাটি ঘটে।
লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী সাজ সেলিম শেখের(32)।ঘটনাটির পর মুহূর্তেই স্থানীয় কিছু বাসিন্দা ছুটে আসে এবং বালি বোঝায় লড়ির চালককে আটক করে ও মারধর করে।বিকেল সাড়ে চারটে নাগাদ খাগড়াঘাট রেল ক্রসিং এর কাছে এই ঘটনাটি ঘটে।কেবলমাত্র আজ নয় প্রায় দিনই ছোট-বড় নানান রকম দুর্ঘটনা ঘটে থাকে এই এলাকায়।
আরও পড়ুনঃ ডাম্পারের ধাক্কায় মৃত্যু প্রতিবন্ধী প্রৌঢ়ার
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য,রাস্তা ছোট হওয়ার দরুন রেল ক্রস করার পরই মানুষকে এই অসুবিধার মধ্যে নিত্যদিন পড়তে হয়। তাই তাদের প্রশাসনের কাছে দাবি রাস্তাটা যদি একটু চওড়া করা যায় তাহলে দুর্ঘটনা সহজে এড়ানো যাবে।
বহরমপুর থানার পুলিশ এসে মৃত ব্যাক্তির দেহ ময়না তদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584