নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ
ছত্রিশগড়ের দান্তেওয়াড়ায় বিজেপি বিধায়কের কনভয় বড়োসড়ো মাওবাদী হামলায় নিহত হয়েছেন পাঁচজন। নিহতদের মধ্যে রয়েছেন বিজেপি বিধায়ক ভীমা মান্ডভি।
P Sundar Raj, DIG-Anti-Naxal Ops: BJP MLA Bheema Mandavi killed in naxal attack in Dantewada pic.twitter.com/CcYVeKHwXT
— ANI (@ANI) April 9, 2019
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর,মাওবাদীদের আইডি হামলায় বিজেপি বিধায়ক ভীমা মান্ডভি নিহত হয়েছেন। ঘটনায় নিহত হয়েছেন বিধায়কের সাথে থাকা তার চার জন নিরাপত্তা কর্মীর। ঘটনার পরপরই নিরাপত্তা কর্মীদের সাথে মাওবাদীদের বেশ কিছুক্ষণ ধরে গুলির লড়াই চলে।
Chhattisgarh: BJP convoy attacked by Naxals in Dantewada. BJP MLA Bheema Mandavi was also in the convoy, further details awaited. pic.twitter.com/MhNVtar2aD
— ANI (@ANI) April 9, 2019
ঘটনায় নিহত বিধায়কের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি । পুরো ঘটনা তদন্ত চলছে। সাথে ওই এলাকায় সিআরপিএফ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুনঃ বিজেপির শিক্ষক সেলের পর্যবেক্ষকের উপর হামলার অভিযোগ
তবে ঠিক লোকসভা ভোটের আগে মাওবাদীদের এই বড়োসড়ো নাশকতায় আপাতত ছত্রিশগড়ের রাজনৈতিক পট চিত্র পরিবর্তনের পথে।উল্লেখ্য ছত্রিশগড়ের এই দান্তেওয়াড়া মাওবাদীদের ঘাঁটি হিসেবে পরিচিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584