মনিরুল হক, কোচবিহারঃ
ভোট কর্মীর মৃত্যুতে শোক স্তব্ধ কোচবিহার।চতুর্থ দফা নির্বাচনে ভটের ডিউটি চলাকালীন বর্ধমানে অসুস্থ হয়ে পরেন কোচবিহারের মহিলা পুলিশ কর্মী বনানী চক্রবর্তী।প্রথম দফা থেকে ভোটের ডিউটি করেছেন তিনি।গত ২৯ এপ্রিল চতুর্থ দফা নির্বাচনে বর্ধমান লোকসভা কেন্দ্রের আউশগ্রামে তিনি ডিউটি করতে যান।সেখানে ভোট নিরাপত্তার কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পরেন ওই পুলিশ কর্মী।তিন দিন স্থানীয় হাসপাতালে চিকিৎসা হলেও শেষ রক্ষা হয়নি। বুধবার রাতে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার দেহ এসে পৌছায় কোচবিহার। কোচবিহার পুলিশ লাইনে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় এবং প্রথা মত দেওয়া হয় গর্ড অফ অনার।মৃত ওই মহিলা পুলিশ কর্মীর বাড়ী কোচবিহার শহরের গোলবাগান এলাকায়। বাড়িতে তার স্বামী ও এক শিশু কন্যা রয়েছে। কোচবিহার পুলিশ সুপার অমিত কুমার সিং বলেন, ঘটনাটি দুঃখজনক।ভোটের ডিউটি করতে গিয়ে আর ফিরলেন না তিনি।আমরা এই পরিবারের পাশে আছি।তিনি অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। তার পরিবারকে সমবেদনা জানাই।
আরও পড়ুনঃ পানীয় জলের দাবীতে গ্রামবাসীদের অবরোধে পুলিশের লাঠি,আক্রান্ত চিত্র সাংবাদিকরাও
পরিবারিক সূত্রে জানা যায় ঐ পুলিশ কর্মীর শারীরিক ভাবে কিছু অসুবিধা ছিল।
অসুস্থ শরীর নিয়েই ভোট ডিউটিতে বর্ধমানে গিয়েছিলেন।লাগাতার কাজের চাপেই অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে মৃতার প্রতিবেশীদের ধারনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584