মুম্বাই জঙ্গি হানায় হেমন্ত কারকারের মৃত্যু তার অভিশাপে বলে দাবী সাধ্বী প্রজ্ঞার

0
150

ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ

লোকসভা ভোটের আগে একাধিক ইস্যুতে যখন রাজনৈতিক মহলে বিভিন্ন বিষয় নিয়ে তরজা তুঙ্গে ঠিক এরকম সময়ে বেফাঁস মন্তব্য করলেন ভোপাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা ঠাকুর।

Death of hemanta is a Curse demand of Sadwi pragya
ছবিঃদি ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রজ্ঞা ঠাকুরের নাম এর আগে অনেকবার সংবাদ শিরোনামে উঠে এসেছিল।মালেগাঁও বিস্ফোরণে প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি এই বিস্ফোরণের সাথে জড়িত রয়েছেন।

যে মালেগাঁও বিস্ফোরণে ছয়জন নিহত হাওয়ার পাশাপাশি ১০১ জন আহত হয়েছিলেন। এই বিস্ফোরণের পর প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে বিস্ফোরণে প্রত্যক্ষ সংযোগ থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়।

আর এই মামলায় তদন্তভার বর্তায় এক সময়ে মুম্বাই সন্ত্রাস দমন শাখার প্রধান হেমন্ত কারকারের হাতে।এই সাথে উল্লেখ্য এই হেমন্তে কারাকারে ২৬- ১১- ২০০৮ সাল মুম্বাই হামলায় জঙ্গিদের গুলিতে নিহত হয়েছিলেন।আজমল কাসাব ও তার অপর সহযোগী আবু ইসমাইলের গুলিতে অফিসার কাড়াকাড়ি ও তার সাথে অশোক কামটে এবং বিজয় সালাসকর নামে আরও দু’জন পুলিশ অফিসার নিহত হয়েছেন।

আজ সংবাদ সংস্থা এএনআই এর প্রকাশিত একটি ভিডিও থেকে দেখা যাচ্ছে সাধভি প্রজ্ঞা দাবি করছেন তার অভিশাপ এই নাকি মারা গেছিলেন হেমন্ত কারকারে ।

আরও পড়ুনঃ মোদীর সভাস্থল পরিদর্শন করে মমতার সভা উড়িয়ে দেওয়ার বার্তা কৈলাসের

তাঁর দাবি ,”আমি হেমন্ত কারকারেকে বলেছিলাম, আমার বিরুদ্ধে যখন কোনও প্রমাণ নেই, আমায় ছেড়ে দিন। উনি বলেছিলেন, উনি প্রমাণ জোগাড় করে আনবেন কিন্তু আমায় ছাড়বেন না। আমি ওঁকে বলেছিলাম- আপনি শেষ হয়ে যাবেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here