লকডাউনে ২০০ কিমি হেঁটে পথিমধ্যে মৃত্যু দিল্লি ফেরত পরিযায়ী শ্রমিকের

0
108

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

করোনা ভাইরাস মহামারী জেরে লকডাউনে ঘরমুখী শ্রমিকদের ভিড় দেখে আঁতকে উঠেছে দেশ। ইতিমধ্যেই তাদের দুরবস্থা ফুটে উঠেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। বিশেষ করে দেশের রাজধানী দিল্লি থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরিযায়ী শ্রমিকদের পায়ে হেঁটেই বাড়ি ফেরার ভিডিও এখন সংবাদ-মাধ্যমের চর্চার বিষয়।

সেই শ্রমিকদের মধ্যেই মৃত্যু হয় একজনের। মৃত শ্রমিকের নাম রণবীর সিং। সংবাদ সংস্থা দ্য হিন্দুস্তান টাইমস সত্রে জানা যায়  যে তিনি দিল্লির এক রেস্তোরাঁয় কাজ করতেন। লকডাউনে রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার পর ও যানবাহন না পেয়ে পায়ে হেঁটেই মধ্যপ্রদেশের মোরেনার আমবহ অঞ্চলে অবস্থিত বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অন্যান্য সঙ্গী-সাথীদের সঙ্গে। ২০০ কিলোমিটার হাঁটার পর আগ্রার কাছে তিনি বুকে ব্যথা অনুভব করেন। তার সঙ্গী দুজন পুলিশকে জানান যে ব্যথা অনুভব করার পর রণবীর মাটিতে লুটিয়ে পড়ে।

অসুস্থ বোধ করার পর তিনজন আগ্রা কাছে থেমে যায়। স্থানীয় এক চায়ের দোকান থেকে জল ও বিস্কুট সহযোগে একটু বিশ্রাম নেয় তারা। মোবাইলে বাড়ির সঙ্গে যোগাযোগও করা হয়। কিন্তু বাড়ি থেকে ১০০ কিলোমিটার দূরে তার মৃত্যু হয়।

(ছবি প্রতীকী)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here