নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
মোটর বাইকের সাথে সংঘর্ষে মৃত্যু হল এক বৃদ্ধের।এছাড়াও ওই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও দু’জন।শুক্রবার বেলপাহাড়ি থানার নেগুড়িয়া ব্রিজের কাছে ঘটনাটি ঘটেছে।মৃতের নাম, কিঙ্কর গরাই (৬২)।তাঁর বাড়ি বাঁশপাহাড়ি এলাকায়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বেলপাহাড়ি ব্লকের বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্যসাথী প্রকল্পের ছবি তোলার দিন ছিল।বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসটি চাকাডোবা এলাকায়।বাঁশপাহাড়ি এলাকার বাসিন্দা কিঙ্করবাবু ও তাঁর স্ত্রী বেলারানি গরাই ছবি তুলে স্থানীয় বাসিন্দা বারিদ সেনের মোটর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন।বারিদবাবু বাইক চালাচ্ছিলেন।মাঝে চেপে ছিলেন কিঙ্করবাবু। শেষে ছিলেন বেলারানি দেবী।নেগুড়িয়া ব্রিজের কাছে উল্টোদিক থেকে একটি বাইক দ্রুত গতিতে এসে তাঁদের ধাক্কা মারে।
আরও পড়ুনঃ প্রতিবেশী পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর
ওই ঘটনায় বেলারানি দেবী খালের জলে পড়ে যান।গুরুতর জখম হন কিঙ্করবাবু।দুই বাইকের চালক সহ কিঙ্করবাবুকে বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়।আশঙ্কাজনক অবস্থায় পরে কিঙ্করবাবুকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। হাসপাতালে তাঁর মৃত্যু হয়।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584