নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
গত কয়েক সপ্তাহ ধরে অকালবৈশাখীর ঝড়-বৃষ্টির তান্ডব প্রায় লেগেই রয়েছে।এর মাঝে কয়েকটা দিন রেহাই মিললেও বৃহস্পতিবার রাত্রি থেকে ফের শুরু হয় ঝড়-বৃষ্টি।আর এই ঝড়-বৃষ্টির জেরে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় বাড়ি চাপা পড়ে মারা গেলেন এক মহিলা।জানা গেছে মৃত ওই মহিলার নাম রোজিনা বিবি(২৮)।তিনি গত সোমবার পাঁশকুড়া পুরসভার অন্তর্গত রানিহাটিতে তার দুই সন্তানকে নিয়ে বাবারবাড়িতে আসেন।
এরপর আর পাঁচটা দিনের মতো বৃহস্পতিবারও সন্ধ্যায় বাকি অন্যান্য সদস্য দের সাথে বাড়ির মধ্যে ছিলেন রোজিনা।এরপর রাতে প্রবলবেগে শুরু হয় ঝড়-বৃষ্টি।এরফলে চাপা পড়ে যায় ওই বাড়িটি।চাপা পড়ে যাওয়ার সময় ওই বাড়ির মধ্যে ছিল মৃত ওই মহিলা রোজিনা সহ তার দুই সন্তান,মা ও ভাই।ঝড়ে বাড়ি চাপা পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুনঃ বসন্তের বৃষ্টিতে উচ্ছে চাষিদের মাথায় হাত
স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় সকলকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় রোজিনার।এরপর বাকিদের চিকিৎসার জন্য পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়। পাঁশকুড়া থানার পুলিশ রোজিনার মৃতদেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584