শ্যামল রায়,পূর্বস্থলীঃ
পূর্বস্থলী ২ নম্বর ব্লকের অধীনে পাটুলি সন্তোষপুর একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গায় পড়ে গেলে জলে ডুবে মৃত্যু হয়েছে এক মহিলার। পূর্বস্থলী থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম রেবা রানী গোস্বামী (৬২)।বাড়ি পাটুলি সন্তোষপুর লাইন পারে।আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে টোটো চালক পলাতক।মৃত মহিলার দেহ রয়েছে কালনা মহকুমা হাসপাতালে।বুধবার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১ টা নাগাদ।
আরও পড়ুনঃ ফেরার পথে বাইক দুর্ঘটনায় আহত মাধ্যমিক পরীক্ষার্থী
স্থানীয় সূত্রে জানা গেছে শ্যামসুন্দর দাস নামে একজন নতুন টোটো চালক আরোহীদের চাপিয়ে বাড়ি পৌঁছে দেয়ার জন্য নিয়ে আসছিলেন।হঠাৎ করে যাত্রীবোঝাই টোটো নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গায় পড়ে যায়।জলে পড়ে গিয়ে মৃত্যু হয় রেবা দেবীর।জল থেকে রেবা দেবীকে উদ্ধার করে স্থানীয় ডুবুরিরা।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584