সুদীপ পাল,বর্ধমানঃ
তীর্থযাত্রায় বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন। জখম হলেন চোদ্দজন। দু’নম্বর জাতীয় সড়কের উপরে বর্ধমানের গোদা এলাকায় এই ঘটনায় শোকে স্তব্ধতা এলাকা জুড়ে।
পুলিশ সূত্রে জানা যায়, তীর্থযাত্রীদের নিয়ে একটি পিকআপ ভ্যান কলকাতা থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। গোদা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ভ্যানটি। প্রথমে বাঁ দিকে থাকা একটি গাছে ধাক্কা মারে। তার জেরে গাছটি উপরে পড়ে যায়। এরপর গাড়িটি অন্য একটি বড় গাছে ধাক্কা মেরে নয়ানজুলিতে উল্টে যায়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। জখম হয় পিকআপ ভ্যানে থাকা আরও চোদ্দজন। এলাকাবাসীরা সকলকে উদ্ধার করে অনাময় হাসপাতালে ভর্তি করেন। স্থানীয়দের দাবি, অত্যন্ত দ্রুতগতিতে চলছিল গাড়িটি। দুর্ঘটনার পরে সবাই ছিটকে পড়ে।
আরও পড়ুনঃ ঘোষপুকুরে উদ্ধার এক কোটি টাকার সেগুন কাঠ, আক্রান্ত দুই বনকর্মী
জানা যায়, তীর্থযাত্রীরা সকলেই বিহারের বাসিন্দা। গত সোমবার তাঁরা কলকাতায় কালীঘাটে পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন। জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জখমেরা একটু সুস্থ হলে ঘটনার কথা বিশদে জানা যাবে বলে মন্তব্য করছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584