শ্যামল রায়,পূর্বস্থলীঃ
মঙ্গলবার সকালে বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চাপা পড়ে মৃত্যু হয় এম স্কুটি চালকের।পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম হাসেম মল্লিক(৫৬)।
বাড়ি হেমাতপুর মুসলিম পাড়ায়।মৃত্যু ঘিরে এলাকায় উত্তেজিত জনতা ক্ষোভে ফেটে পড়েন এবং রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করে।দ্রুত ঘটনাস্থলে নাদানঘাট থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় বলে জানা যায়।স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ জানিয়েছে যে এদিন বালি বোঝাই একটি লরি কালনা কাটোয়া রোড ধরে নবদ্বীপ কৃষ্ণনগর যাচ্ছিল।হেমতপুর মোড়ের কাছে লরির চাকা ফেটে যায়।
ওই সময় লরিটি উল্টে যায়।আর সেই সময় স্কুটি চালিয়ে হাসেম মল্লিক আসছিলেন। লরিটি উল্টে গিয়ে হাসেম মল্লিকের গায়ে পড়ে। ঘটনাস্থলে হাশেম মল্লিকের মৃত্যু হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার পর থেকে লরি চালক পলাতক।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে ঘটনাস্থলে দ্রুত ক্রেন পৌঁছালে হয়ত ঐ ব্যক্তিকে বাঁচানো সম্ভব হতো কারণ সেই সময় লরিটি তোলার কোন ব্যবস্থা না থাকায় দ্রুত মৃত্যু হয়েছে হাসেম মল্লিকের।
ক্রেন দেরিতে আসায় পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।পরিস্থিতি সামাল দিতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলেও উত্তেজিত জনতা ক্ষোভে ফেটে পড়েন।ওই সময় ব্যাপক যানজট তৈরি হয় চরম দুর্ভোগে পড়েন অফিস কর্মচারী থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা।
আরও পড়ুনঃ বোলপুরে বাসের চাকায় পৃষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর মৃত্যু
পুলিশ দ্রুত মৃতদেহটি উদ্ধার করে নাদন ঘাট থানায় নিয়ে যায় এবং পরে ময়না তদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584