পথদুর্ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যু

0
82

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
১১৭ নম্বর জাতিও সড়কে পথদুর্ঘটনায় মৃত্যু হয় দুই ব্যক্তির।মৃতদের নাম চাঁদু খাঁ (৩৯) ও বুদো সর্দার(২৮)।মৃত দুই ব্যক্তিই নার্সারি ব্যবসায়ী বলে জানা যাচ্ছে।এই দু’জন হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিল বলে জানা গেছে।

Death of two bike rider at road accident
নিজস্ব চিত্র

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার কৃপারামপুর পোলের কাছে।২জন বিষ্ণুপুর থানার আমতলা থেকে কাজ সেরে ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে শ্রীকৃষ্ণপুরের সুকদেব পুরে বাড়িতে ফির ছিলো।

Death of two bike rider at road accident
নিজস্ব চিত্র

কৃপারামপুর পোলের কাছে ১১৭ নম্বর জাতিও সড়কের উপর স্পিড নিয়ন্ত্রণের জন্য পুলিশের বেরিকেট ছিলো আর ডায়মন্ড হাবরার দিক থেকে একটি ৪০৭ গাড়ি দ্রুত গতিতে এসে প্রথমে বেরিকেট ধাক্কা মারে এবং পরে বাইকে ধাক্কা মারে।

আরও পড়ুনঃ বালুরঘাটে লরির ধাক্কায় গুরুতর আহত সাইকেল আরোহী

ধাক্কা মারার সঙ্গে সঙ্গে স্থানীয় দোকানদাররা ছুটে আসে ও বাইক আরোহীদের উদ্ধার করে আমতলা গ্রামীন হাসপাতালে নিয়ে আসে।সেখানে নিয়ে এলে চিকিৎসকেরা দুই বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here