সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

বাইক ও ৪০৭ এর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুই জনের।গুরুতর জখম আরো ১।ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবার থানা এলাকার হটুগঞ্জে।জানা যায়,এদিন বাইকে চেপে কুলপি থানা এলাকার রামনগর গাজীপুরের ৪ যুবক ডায়মন্ড হারবারের দিকে আসছিলো।

হটুগঞ্জের কাছে উল্টো দিক দিয়ে আসা একটি ৪০৭ গাড়ি সজোরে ধাক্কা মারে বাইকে।বাইক থেকে ছিটকে পড়ে আরোহীরা।ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৩২ এর মহিউদ্দিন পিয়াদা ও বছর ৩২ এর রইজুল মোল্লার।আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বছর ২৫ এর সালোয়ার পাইক,ঘটনার পর থেকে বাকরুদ্ধ বাকি মোল্লা নামের আর এক যুবক।

ঘটনার পর স্থানীয়রা ১১৭ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুনঃ যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনার কবলে দিঘাগামী যাত্রীবাহী বাস

পুলিশ জানায়,বাইক আরোহীদের কেউই হেলমেট পরে ছিলনা।দুর্ঘটনায় একই পরিবারে দুই জনের মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584