গাজোলে বাইক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

0
74

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

death of two youth at road accident
মৃত দুই যুবক। নিজস্ব চিত্র

বাইক দূর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর।সোমবার রাতে গাজোল থানার হাতিমারি এলাকায় গাজোল-বালুরঘাট রাজ্য সড়কের উপর ঘটনাটি ঘটেছে।পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেলে পাঠায়।ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে।
পুলিশ ও পরিবার সুত্রে জানা গিয়েছে মৃত দুই বাইক আরহীর নাম উজ্জল টুডু(২০)ও শিব মুর্মু(২২)।বাড়ি গাজোল থানার পাঁচপাড়া মাতল গ্রামে। জানা গিয়েছে সোমবার রাতে দুই বন্ধু মিলে বাইক নিয়ে ঘুরতে বের হয়।গাজোল – বালুরঘাট রাজ্যসড়কের উপর দিয়ে ফেরার পথে হাতিমারি এলাকায় সামনে দিক থেকে একটি গাড়ি চলে আসে। সেটি থেকে বাঁচতে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছে গিয়ে ধাক্কা মারে বাইকটি।গুরুতর জখম হয় দুই জনই।

আরও পড়ুনঃ আস্তাকুঁড় থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতিমারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাও সেখানে মৃত্যু হয় শিব মুর্মুর।আশঙ্কাজনক অবস্থায় উজ্জলকে মালদহ মেডিকেলে রেফার করে।চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে উজ্জলের মৃত্যু হয়।ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here