সুদীপ পাল,বর্ধমানঃ
পূর্ব বর্ধমানের গলসির নলা মোড়ের কাছে লরির ধাক্কায় মৃত্যু হল এক মোটরভ্যান চালকের।মৃত ব্যক্তির নাম হাবিব সেখ (৩৮)। স্থানীয় কুলগরিয়া গ্রামের বাসিন্দা। জানা যায়,দুর্গাপুর থেকে কলকাতা অভিমুখে যাচ্ছিল লরিটি।দ্রতগতিতে যাবার সময় লরিটি সরাসরি মোটর ভ্যানটিকে ধাক্কা মারে।

ভ্যান চালক হাবিব শেখ রাস্তায় পড়ে গেলে লরিটি হাবিরের উপর গিয়ে উল্টে পড়ে।ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
দুর্ঘটনার পর মৃতের পরিবারকে ক্ষতিপূরণ ও বেপরোয়া যানচলাচল নিয়ন্ত্রণের দাবিতে জাতীয় সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা।
আরও পড়ুনঃ লরির চাকায় পিষ্ট হয়ে মৃত ভ্যান চালক
গলসি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকেও উত্তেজিত জনতার বাধার মুখে পড়তে হয়।অবশেষে পুলিশি আশ্বাসে বিক্ষোভ স্তিমিত হয়।
পুলিশ ঘাতক লরিটি আটক করার পাশাপাশি দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584