মোহনা বিশ্বাস, কলকাতাঃ
সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল জুলজি বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে। একটি ফেসবুক গ্রুপে আলোচনা চলাকালীন এই মন্তব্য করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই ওই অধ্যাপকের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ জানানোর তোড়জোর শুরু হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়েরই একটি কলেজে জুলজি বিভাগে পড়ান অভিযুক্ত ওই ব্যক্তি।
অভিযোগ, নির্বাচনের আগেও এমন বেশ কিছু বিতর্কিত পোস্ট করেছিলেন তিনি। সম্প্রতি ফের একবার পোস্ট করেন ওই অধ্যাপক। এরপরই তাঁর বিরুদ্ধে লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ জানানোর কথা বলেন একজন গবেষক।
অভিযোগকারী ওই ব্যক্তি জানান, বুধবারই একটি পোস্টে অভিযুক্ত তৃণমূল সরকারকে কটাক্ষ করে নানারকম মন্তব্য করছিলেন। সমস্ত ক্ষেত্রেই অধ্যাপকের নিশানায় ছিল রাজ্য সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ করোনাকালে ভিড় এড়াতে প্রয়োজনে বাড়াতে হবে ‘দুয়ারে সরকার’ শিবির, নির্দেশ নবান্নের
এরপরই অধ্যাপকের এক পরিচিত তাঁকে পুরনো কিছু কথা স্মরণ করিয়ে দেন। ভোটের আগে এরকম একটি মন্তব্য হোয়াটস অ্যাপ গ্রুপে যে ওই অভিযুক্ত লিখেছিলেন সেটি স্মরণ করিয়ে দেন অধ্যাপকের পরিচিত এবং বলেন, এখনও মানসিকতা একইরকম রয়ে গিয়েছে। তারই প্রত্যুত্তরে অভিযুক্ত অধ্যাপক নিজেকে ঠিক রাখতে না পেরে ক্রোধের বশে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্যটি লেখেন। এরপরই লালবাজারে বিষয়টি জানাবেন বলে সিদ্ধান্ত নেন অভিযোগকারী।
আরও পড়ুনঃ নির্বাচনোত্তর হিংসার মামলা তদন্তে তৎপর সিবিআই, চারটি জোন ধরে তদন্ত শুরু
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584