‘তৃণমূলের পচা আলু সংগ্রহ করে দল চালাচ্ছে বিজেপি’, মাথাভাঙায় বললেন দেবাংশু

0
166

মনিরুল হক, কোচবিহারঃ

কোচবিহারের মাথাভাঙা বিধানসভা এলাকার লতাপাতা গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক জনসভায় বিজেপিকে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। একুশের নির্বাচনের আগে বিগত বেশ কিছুদিন ধরে তৃণমূলের বিভিন্ন নেতাদের বিজেপি দলে যোগদান প্রসঙ্গকে তুলে তিনি বিজেপিকে আক্রমণ করেন।

debangshu bhattacharya | newsfront.co
দেবাংশু ভট্টাচার্য। নিজস্ব চিত্র

জানা গেছে, এদিনের সভায় দেবাংশু ভট্টাচার্য এবং বিনয় কৃষ্ণ বর্মনের সাথে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি অভিজিত দে ভৌমিক, জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুচিস্মিতা দেব শর্মা, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন সহ অন্যান্য নেতৃত্ব। চারদিনের কোচবিহার সফর শেষে সমগ্র কোচবিহারের সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন দেবাংশু।

stage | newsfront.co
সভামঞ্চ। নিজস্ব চিত্র

বিজেপিকে আক্রমণ করে এদিন তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেসের যে সমস্ত পচা আলু পেঁয়াজ ফেলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, সেই সমস্ত আলু পেঁয়াজ সংগ্রহ করে চলছে বিজেপি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষদের জন্য কাজ করেছেন, ঘরে বসে শাসন করেননি। সুতরাং সাধারণ মানুষ অবশ্যই তাঁকে আশীর্বাদ করবেন।’ এদিন জনসভা থেকে সরাসরি অমিত শাহকে আক্রমণ করে দেবাংশু বলেন, হঠাৎ করে উড়ে এসে বাংলায় ধর্মীয় সন্ত্রাস সৃষ্টির যে চক্রান্ত অমিত শাহ করছেন তাকে বাংলার মানুষ একুশে যোগ্য জবাব দেবে।

আরও পড়ুনঃ ময়নাগুড়িতে মৃৎশিল্পী সম্মেলন

একই সাথে করোনা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বহু মানুষ মারা গেছেন, তাদের মৃত্যুর দায়ভার প্রধানমন্ত্রীর ঘাড়ে চাপিয়েছেন দেবাংশু। এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে ট্রেন ও বিমান পরিষেবা যদি কেন্দ্র বন্ধ রাখত তাহলে করোনা মহামারীকে কিছুটা হলেও আটকানো যেত। সিপিএমে যারা একসময় এলাকার মানুষদের সন্ত্রাসের কারণ ছিল তাদেরকে এক এক করে ক্ষমতায় আনছে বিজেপি। বাংলার মানুষ তা কখনও মেনে নেবে না। সরকার গঠনের যে স্বপ্ন বিজেপি দেখছে সেখানে মুখ্যমন্ত্রীর কোন মুখ নেই।’

তিনি ব্যঙ্গ করে আরও বলেন, ‘সোমবার দিলীপ ঘোষ, মঙ্গলবার মুকুল রায়, বুধবার শুভেন্দু অধিকারী, বৃহস্পতিবার লকেট চ্যাটার্জি এই ভাবেই ক্রমান্বয়ে ঘুরতে থাকবে মুখ্যমন্ত্রী। এতটাই গোষ্ঠী কোন্দল বিজেপির অন্দরে রয়েছে যেখানে মুখ্যমন্ত্রী নিয়েও যথেষ্ট জল্পনা।’ চারদিনের কোচবিহার সফরের আজ শেষ দিনে মাথাভাঙায় দেবাংশুকে দেখতে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। যা কার্যত জনসভার আকার ধারণ করে।

আরও পড়ুনঃ রাস্তা ঘিরে অবস্থান বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী চত্ত্বর

একই মঞ্চে দাঁড়িয়ে মাথাভাঙার বিধায়ক তথা মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বলেন, ‘বাংলার মানুষের জন্য মোট ৭৪ টি প্রকল্প সফল ভাবে চালু করতে সক্ষম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই বাংলার মানুষ তা ভুলে যাবে না। সম্পূর্ণ ভারতবর্ষে বাংলা এমন একটি রাজ্য যেখানে শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্যক্ষেত্রে বাংলার মানুষের অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়। বিনে পয়সায় স্বাস্থ্যপরিষেবা একমাত্র বাংলার মাটিতেই চালু রয়েছে।

এছাড়াও কৃষিক্ষেত্রেও একাধিক প্রকল্প বাংলার মানুষকে এগিয়ে নিয়ে গেছে।’ এদিন তিনি এও বলেন, ‘হিন্দুত্বের আদর্শকে সামনে রেখে বিজেপি বাংলায় কড়া নাড়ছে। রামকৃষ্ণ পরমহংসদেবের এই মাটিতে দাঁড়িয়ে কোন গুজরাটীর কাছ থেকে হিন্দুত্ব শিখতে হবে না। বাংলার মানুষ হিন্দুত্বের পুজো করে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here