নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলায় জনসভায় এলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। দিল্লিতে আন্দোলনকারী কৃষকদের উপর অমানবিক অত্যাচার ও কালা কানুন কৃষি আইন প্রত্যাহার, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিড়ি শিল্পের কোটপা নতুন আইনের বিরুদ্ধে, এনআরসি ও সিএএ প্রত্যাহার সহ বিজেপি ও বাম- কংগ্রেস জোটের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও রোড শো আয়োজন করা হয় ধুলিয়ান কাঞ্চন তলা জেডিজে হাই স্কুলের পাশে।
আরও পড়ুনঃ গড়বেতায় জোটের মিছিলে অনুপস্থিত সুশান্ত
ধুলিয়ান ডাকবাংলা থেকে ধুলিয়ান বাজার পর্যন্ত রোড শো করা হয় এদিন। এই প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ভোট এসেছে বোঝা যায় সিবিআই এলে। তবে এবারও তৃণমূল বেশি ভোটে জিতবে বলে আশাবাদী তিনি। আজকের এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক আমিরুল ইসলাম সহ দলীয় নেতৃত্ব রাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584