নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ত্রিপুরার খোয়াই আদালতে জামিন পেলেন ত্রিপুরায় ধৃত তৃণমূল নেতা ও কর্মীরা। মূল মামলায় সুদীপ রাহা, জয়া দত্ত, দেবাংশু ভট্টাচার্যদের ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করল ত্রিপুরার খোয়াই আদালত। একই সঙ্গে জামিন অযোগ্য মামলাও খারিজ করে দেয় আদালত। তবে জামিন পেলেও হামলার আশঙ্কা করছেন তৃণমূল নেতারা।
তৃণমূলের তরফের আইনজীবী এদিন আদালতে জানান,জামিন হলেও সমস্ত আইনি কাজকর্ম মিটিয়ে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। কিন্তু পথে তৃণমূল নেতারা ফের হামলার আশঙ্কা করছেন। রাস্তার মোড়ে মোড়ে বিজেপি নেতারা দাঁড়িয়ে রয়েছে বলে দাবি করেন তৃণমূল নেতাদের আইনজীবী। আদালতের কাছে তৃণমূল নেতাদের নিরাপত্তার দিকটি খতিয়ে দেখার আবেদন জানান তিনি।
আরও পড়ুনঃ দেবাংশু, সুদীপ সহ ১১ জন তৃণমূল নেতা গ্রেফতার, ত্রিপুরা যাচ্ছেন অভিষেক
ঘটনার সূত্রপাত শনিবার, আমবাসায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন তৃণমূল নেতারা। পথে আক্রান্ত হন তাঁরা, অভিযোগের তীর বিজেপির দিকে। তাঁরা শনিবার খোয়াই থানায় অবস্থানে বসেন, ভোরের দিকে অতিমারি আইনে তাঁদের গ্রেফতার করে খোয়াই থানার পুলিশ। এর মধ্যে সুদীপ রাহা, দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, আশিসলাল সিংরা ছিলেন। খবর পেয়ে সকালেই বিমানে ত্রিপুরা পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যান ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষও।
আরও পড়ুনঃ আইনজীবীর কাছে যৌন নিগ্রহের শিকার ইংলিশবাজার মহিলা থানার ওসি, অভিযোগ দায়ের
খোয়াই থানায় রীতিমত অবস্থানে বসেন অভিষেক। দলীয় নেতারা জামিন না পেলে তিনি থানা থেকে নড়বেন না বলে দাবি তোলেন। তার মধ্যেই ধৃতদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয় এবং ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন মঞ্জুর করে আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584