মোহনা বিশ্বাস, কলকাতাঃ
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে নয়া মোড়। পুলিশের হাতে ধরা পড়ল কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষী অরবিন্দ বৈদ্য। বৃহস্পতিবার রাতে সোনারপুর থেকে তাঁকে গ্রেফতার করে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, দেবাঞ্জনের জালিয়াতির সঙ্গে যুক্ত ছিল অরবিন্দ। এদিকে অরবিন্দ নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য ছিল, দেবাঞ্জনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তিনি আগে থেকে কিছুই জানতেন না। তবে তদন্তকারীদের দাবি, যিনি সবসময় দেবাঞ্জনের সঙ্গে থাকতেন, তিনি কীভাবে কিছুই জানতেন না?
উল্লেখ্য, বিএসএফের প্রাক্তন কর্মী অরবিন্দ বৈদ্য।চাকরি থেকে অবসর নেওয়ার পরে কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষী হিসাবে কাজ শুরু করেন তিনি। অরবিন্দের মাসিক বেতন ছিল ৬০ হাজার টাকা। পুলিশ সূত্রে খবর, দেবাঞ্জন দেব যে একজন ভুয়ো আইএএস, প্রথমে সেটা বুঝতে সমস্যা হলেও দীর্ঘদিন দেবাঞ্জনের সঙ্গে থাকায় বিষয়টা টের পেয়েছিল অরবিন্দ। কিন্তু, তারপরেও দেবাঞ্জনকে নানা ব্যাপারে মদত দেয় ওই নিরাপত্তারক্ষী। শুক্রবারই আদালতে তোলা হবে ধৃত অরবিন্দ বৈদ্যকে।
আরও পড়ুনঃ বিধায়কদের হুইপ জারি তৃণমূলের,আজ বিধানসভায় উপস্থিতি আবশ্যিক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584