জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
কান্দি পৌরসভার নতুন পৌর প্রশাসক নিযুক্ত হলেন দেবাশীষ চ্যাটার্জী। নতুন ভাবে পৌর প্রশাসকের দায়িত্ব পেতেই শুরু হয় বিভিন্ন সংগঠন সম্বর্ধনা। এদিন তিনি কান্দি পৌরসভার প্রশাসকের দায়িত্ব ভার বুঝে নিলেন কান্দি পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক অপূর্ব সরকারের কাছে।
মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার প্রশাসক হিসেবে নতুন ভাবে নিযুক্ত হলেন বিশিষ্ঠ রাজনীতিবিদ দেবাশীষ চ্যাটার্জী। অন্যদিকে কান্দি পৌরসভার প্রশাসক সদস্য দেবল দাসকে কান্দি পৌরসভার প্রশাসক মন্ডলের ভাইস চেয়ারম্যান করা হল।
গতকাল নবান্নের পক্ষ থেকে কান্দি পৌরসভার প্রশাসক হিসেবে দেবাশীষ চ্যাটার্জীর নাম আসতে বুধবার দুপুরে কান্দি পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক তথা কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকারের কাছ থেকে নিজের দায়িত্ব বুঝে নিলেন। দায়িত্ব ভার বুঝে নেবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আগামী দিনে কান্দি পৌরসভার সার্বিক উন্নয়ন করতে সচেষ্ট হবেন তিনি।
আরও পড়ুনঃ জলঙ্গিতে দুয়ারে সরকার ক্যাম্পে কোভিড সচেতনতা ও মাস্ক বিলি
অন্যদিকে কান্দি পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক তথা কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার সাংবাদিক বৈঠকে জানান, রাজ্য সরকারের নয়া নির্দেশিকা অনুযায়ী এক ব্যক্তি এক পদ হবার জন্য দেবাশীষ চ্যাটার্জীকে নুতন পৌর প্রশাসক করা হল। তিনি আরো জানান, কান্দি পৌরসভার প্রশাসক না থাকলেও বিধায়ক হিসেবে আগামী দিনে একি ভাবে কান্দি পৌরএলাকার উন্নয়নে শামিল থাকবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584