ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
জোড়াফুল শিবিরে ধাক্কা দিয়ে এবার পদ্মশিবিরে দেবশ্রী রায়ও। শোভন বৈশাখীর সঙ্গে সঙ্গে দিল্লিতে দেখা গেল তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়কেও। শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখীর সঙ্গে রায়দিঘির বিধায়ক দেবশ্রীও হাজির বিজেপি সদর দফতরে ৷ বিজেপিতে যোগ দিলেন বৈশাখীও।
মঙ্গলবারই রাজ্য বিধানসভার স্ট্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ করেন শোভন চট্টোপাধ্যায়। পদত্যাগপত্র দূতের মাধ্যমে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেন তিনি। এরপরই বৈশাখীকে সঙ্গে নিয়ে রাতের বিমানে রওনা হন দিল্লিতে। এরপরই সিলমোহর পড়ে জল্পনায়৷
শোভনের সঙ্গে দিল্লিতে দেবশ্রী রায়কে দেখা যেতেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। সদর জয় হয়েছে দফতরে রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়, শোভন বৈশাখীর সঙ্গী হতেই বিজেপিতে যোগদানের খবরে পড়ে সিলমোহর।
এদিকে রায়দিঘি বিধায়ক দেবশ্রী রায় তরফে জানানো হয়েছে, তিনি বিজেপি যোগ দেননি। শোভন চ্যাটার্জী বন্ধু হিসাবে গিয়েছেন। এই ঘটনা প্রকাশ্যে চলে আসায় রায়দিঘি বিধানসভা কেন্দ্র এলাকায় ব্যাপক তোড়জোড় শুরু হয়ে গেছে বার বার দেবশ্রী রায় রায় দিকে দেখা পাওয়া যায় তৃণমূল নেতাদের মধ্যে জল্পনা ছাড়িয়ে গেছে। রাজ্য তৃণমূল কংগ্রেসের অফিসে অনেকেই ফোন করে জানার চেষ্টা করছেন সত্যিই কি দেবশ্রী রায় রায়দিঘি যোগদান করছেন কিনা বিজেপিতে।
আরও পড়ুনঃ অবশেষে বিজেপিতে শোভন- বৈশাখী, জল্পনা দেবশ্রীকে ঘিরেও
বিজেপি নেতা মুকুল রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মথুরাপুর লোকসভা কেন্দ্র এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অনেক বিধায়ক আমাদের সাথে যোগাযোগ রাখছেন বিধানসভা নির্বাচনের আগে অনেকে চলে আসবেন। রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা সংবাদমাধ্যমকে জানান, যারা চলে গেছেন আমাদের তো কিছু করার নেই যারা এখনো যাবে বলে পা বাড়িয়ে রয়েছেন তারাও যদি চলে যায় তৃণমূল কংগ্রেসের কোন ক্ষতি হবে না এ রাজ্যে বিজেপি বিধানসভায় পদ্মফুল ফোটাতে পারবে না। মানুষের সঙ্গে থেকে উন্নয়ন করে চলেছি তাই সপ্তদশ লোকসভা নির্বাচনে আমরা চারটি লোকসভা কেন্দ্র জয় হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584