পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
ভোট বড় বালাই।কখনও ঘন কালো মেঘ কখনও বা দুপুরের কড়া রোদ সব কিছু উপেক্ষা করেই বেরোতে হচ্ছে প্রচারে।কখনও মন্দিরে পূজো দিয়ে কখনো বা মন্দিরের প্রসাদ গ্রহণ করে চলছে প্রচার।কালিয়াগঞ্জ নাট মন্দিরে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর প্রসাদ গ্রহনের সেই ছবি ধরা পড়ল নিউজফ্রন্টের ক্যামেরায়।খেতেই সাংবাদিকের প্রশ্নের উত্তর দিলেন।
কালিয়াগঞ্জ,রায়গঞ্জ সহ বহু জায়গায় কখনও বাজারে,কখনও বা বাড়িতে বাড়িতে,কখনও হুড খোলা গাড়িতে চেপে ভোট ভিক্ষা।এদিন রায়গঞ্জ ব্লকের বারোদুয়ারি,পোকম্বা, চাপদুয়ার, ঝিটকিয়া, মধুপুর, গ্রামে প্রচার করে অবশেষে কালিয়াগঞ্জের নাট মন্দিরে এসে তিনি দুপুরের আহার গ্রহণ করছেন।
আরও পড়ুনঃ একই মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন দুই দলের প্রার্থী
দুপুরের আহারে তিনি কালিয়াগঞ্জের নাটমন্দির এসে খিচুড়ি,ভাজা, পুরী,পায়েস ও চাটনি খেয়ে তার দুপুরের আহার সম্পূর্ণ করলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584