তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ
সিটিজেন অ্যামান্ডমেন্ড আইন নিয়ে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে সাধারন মানুষের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী।
সাধারন মানুষের বিক্ষোভের আঁচ এতটাই ছিল কার্যত সিএএ’র প্রচার বাদ দিয়ে ফিরে চলে যেতে হয় কেন্দ্রীয় মন্ত্রীকে। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের ইন্দিরা কলোনীতে।
আরও পড়ুনঃ তল্লাশি চালাতেই উদ্ধার ৫১ মোবাইল, বহরমপুরে গ্রেফতার মোবাইল চোর
সিএএ নিয়ে জনমানসে তীব্র ক্ষোভেরই প্রতিক্রিয়া বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে এলাকারই সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর সিএএ’র প্রচারে সাধারন মানুষ ও তৃনমূল কংগ্রেস সমর্থকদের বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে।
এই ঘটনা সম্পূর্ণ বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। তিনি সিটিজেন অ্যামান্ডমেন্ড আইন নিয়ে আজ সাধারন মানুষের কাছে প্রচার করেছেন এবং মানুষ তা সাদরে গ্রহনও করেছেন দাবি কেন্দ্রীয় মন্ত্রীর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584