মন্ত্রীসভা থেকে পদত্যাগ বাবুল, দেবশ্রী, হর্ষ বর্ধনের

0
135

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

মোদীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন বাবুল সুপ্রিয়। বাবুল আসানসোলের সাংসদ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতরের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ও দেবশ্রী চৌধুরী।

Harshvardhan Debashree Babul
হর্ষবর্ধন-দেবশ্রী-বাবুল 

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন সঞ্জয় ধোত্রে। তিনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন সন্তোষ গঙ্গোয়ার। তিনি শ্রমমন্ত্রীর পদে ছিলেন। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন দানবে রাওসাহেব পাটিল। তিনি উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী ছিলেন। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন রাসায়নিক ও সার মন্ত্রী সদানন্দ গৌড়া। সন্ধে ৬ টায় মোদীর সম্প্রসারিত মন্ত্রিসভার ঘোষণা। তার আগেই বাংলা থেকে দু’জন মন্ত্রীই মন্ত্রিত্ব পদ থেকে সরে এলেন। বুধবার সন্ধ্যায় মোট ৪৩ জন মন্ত্রী পদে শপথ নিতে পারেন।

আরও পড়ুনঃ মিনিস্ট্রি অফ কো-অপারেশনঃ নতুন মন্ত্রকের ঘোষণা মোদি সরকারের

এদিকে, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক এদিন বলেন, “আজ রাষ্ট্রপতি ভবনে যাব, আমি আশাবাদী।’ সম্ভবত মোদীর মন্ত্রিসভায় নতুন মুখ হতে চলেছেন নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায়, শান্তনু ঠাকুর, সুরিন্দর সিং আলুহালিয়া, জগন্নাথ সরকার ও দীনেশ ত্রিবেদী। এর মধ্যে নিশীথ প্রামাণিক ও শান্তনু ঠাকুরের মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here